মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারে দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। পুলিশ ও র্যাব সদস্যরা নিয়ে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
আহতদের মৌলভীবাজার, রাজনগর ও ফেঞ্চুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি সমাধানের এলাকাবাসীর সঙ্গে বৈঠক করেছেন তারা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মুন্সিবাজারে করিমপুর চা বাগানের সড়কের পাশে গাড়ি রাখার সময় মেদিনিমহল গ্রামের সাদ্দাম হোসেনের শরীরের সঙ্গে ধাক্কা লাগে। এনিয়ে চালকের সঙ্গে সাদ্দামের কথা কাটাকাটির সময় সুনাটিকি গ্রামের ইউপি সদস্য হাজী ইয়াওর মিয়া বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও বিষয়টি সমাধান হয়নি। এরপর সাদ্দাম ও তার পক্ষের লোকজন সুনাটিকি গ্রামের রয়েল আহমদের দোকানে হামলা চালায়।
এ নিয়ে সুনাটিকি ও মেদিনিমহল গ্রামের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়। বর পেয়ে সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জুনায়েদ আহমদ সরকার, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুদ্দোহা পিপিএমসহ অতিরিক্ত পুলিশ ফোর্স ও র্যাব সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন- মাসুক মিয়া (৬০), মনা মিয়া (৩০), রয়েল মিয়া (২৫), জয়নুল হক (৩৫), সাদ্দাম হোসেন (২৫), আউয়াল মিয়া (২৮), মুহিবুর খান (২০), সুজা মিয়া (২৫), আফসার মিয়া (৩৫), আহমদ আলী (২৫), আমান মিয়া (৩৫), জাকির মিয়া (২২), কালাম মিয়া (২৪), নাজিম মিয়া (৩০), জাহিদ খান (২৬), নজরুল ইসলাম (৩৫)।