রাজশাহী থেকে কাজী শাহেদ: বিএনপির লাগাতার অবরোধ কর্মসূচিতে নাশকতার আশঙ্কায় রাজশাহী মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াতের ২৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
রাজশাহীর পুলিশ সুপার আলমগীর কবীর জানান, নয় উপজেলায় বিএনপি-জামায়াতের ১৫ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে জেলার গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন জামায়াতের আমির হারুন অর রশিদসহ নয়জন জামায়াত কর্মী ও ছয়জন বিএনপি কর্মী রয়েছেন।
নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, নগরীর চার থানায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের আট নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে বিএনপির পাঁচ ও জামায়াতের তিন কর্মী রয়েছে।