রুবেলের মুক্তি চেয়ে বাগেরহাটে কর্মসূচি অব্যাহত

বাগেরহাট থেকে প্রতিনিধি: জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের মুক্তি এবং তার বিরুদ্ধে অানীত মামলা প্রত্যাহারের দাবিতে শনিবারও (১০ জানুয়ারি) বাগেরহাটে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। ক্ষুদে ক্রিকেটারসহ বিপুল সংখ্যক মানুষ এসব কর্মসূচিতে অংশ নেন।

দুপুরে বিক্ষোভ মিছিল শেষে বাগেরহাট সাধনার মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাগেরহাটবাসীর ব্যানারে ওই আন্দোলনে ছাত্রছাত্রীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সধারণ সম্পাদক সেলিম সরদার, যুগ্ম সম্পাদক ও ক্রিকেট উপ-কমিটির সম্পাদক খোন্দকার আছিফ উদ্দিন রাখী, প্রাক্তন ক্রিকেটার তানুজী নাগ, বাগেরহাট জেলা দলের ক্রিকেটার আবু তাহের, তারিক হোসেন এবং ক্ষুদে শিক্ষার্থীরা।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলায় বৃহস্পতিবার ঢাকার আদালতে বাংলাদেশে বিশ্বকাপ স্কোয়াডের অন্যতম সদস্য রুবেল হোসেনের জামিন না মঞ্জুর হয়। এর পর থেকে বাগেরহাটে তার বিরুদ্ধে আনীত মামলা প্রত্যাহার ও মুক্তি চেয়ে বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। রুবেলের বাড়ি বাগেরহাট জেলায়।