শেরপুর থেকে হাকিম বাবুল: অবরোধের কারণে শেরপুরে মহাসড়কে যানবাহন চলাচলে নিরাপত্তা দেওয়ার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাত থেকে শেরপুর শহর ও জেলার বিভিন্ন সড়কে বিজিবি টহল শুরু করেছে।
শেরপুর-ঢাকাসহ টঙ্গী বিশ্ব এজতেমায় যোগদানকারী যাত্রীবাহী বাস সার্ভিস এবং মালামাল পরিবহনকারী ট্রাক নিরাপদে গন্তব্যস্থলে যেতে বিজিবি ময়মনসিংহ ২৭ ব্যাটালিয়ন জওয়ানরা টহল শুরু করেছে। শেরপুর জেলা শহরে এক প্লাটুনসহ শেরপুর-ঢাকা এবং শেরপুর-জামালপুর হয়ে উত্তরবঙ্গে চলাচলকারী যানবাহনের সামনে-পেছনে বিজিবির টহল দল জেলার সীমান্ত পার করে দিচ্ছে বলে জানান বিজিবি জেলা সদরের দায়িত্বপ্রাপ্ত নায়েক সুবেদার আব্দুল জব্বার।