রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীর পুঠিয়ায় সহকারী পুলিশ সুপারের (এএসপি) গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছুঁড়ে। রবিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পুঠিয়া উপজেলার শিবপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক খায়রুল ইসলাম জানান, রাত সাড়ে ৮টার দিকে অবরোধকারীরা যান চলাচল বন্ধ করতে পুঠিয়া উপজেলার শিবপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কের ওপর কাঠে কাটা লাগিয়ে সড়কে বিছিয়ে রাখে। খবর পেয়ে পুঠিয়া সার্কেলের এএসপি আবু সায়েম প্রধানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে গেলে অবরোধকারীরা তার গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এসময় ককটেলটি গাড়ির সামনে বিস্ফোরিত হয়। পুলিশ অবরোধকারীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে পুলিশ পাহারায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক পুঠিয়া উপজেলার সীমানা পার করে দেওয়া হয়েছে।