শেরপুরে ছাত্রদলের ঝটিকা মিছিল: যুবদল নেতাসহ আটক ৬

শেরপুর থেকে হাকিম বাবুল: হরতালের সমর্থনে শেরপুর শহরে সোমবার (১২ জানুয়ারি) সকালে ঝটিকা মিছিল বের করে জেলা ছাত্রদল। এদিকে অবরোধে নাশকতার চেষ্টার অভিযোগে পুলিশ জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদসহ যুবদল ও ছাত্রদলের ৬ নেতাকর্মীকে আটক করেছে।
সোমবার ছাত্রদলের ডাকা হরতালের প্রভাব পড়েনি শেরপুরে। সকাল থেকেই অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। দোকানপাট-অফিস আদালত খোলা ছিলো। ব্যাংক-বীমায় স্বাভাবিক লেনদেন হয়েছে। সকালে দুরপাল্লার গাড়ি কম ছেড়ে গেলেও বেলা বাড়ার সাথে সাথে সড়ক-মহাসড়কে যানবাহনের ভীড়ও বাড়তে থাকে। তবে রাস্তাঘাটে লোক চলাচল শুরু হওয়ার আগে সকাল সাত টার দিকে ফাঁকা পথঘাট পেয়ে শহরে একটি ঝটিকা মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসানের নেতৃত্বে মিছিলটি শহরের তিনআনী বাজার থেকে শুরু হয়ে খরমপুর, চাপাতলী মহল্লা প্রদক্ষিণ করে। এছাড়া দিনভর হরতাল-অবরোধের সমর্থনে বিএনপি-ছাত্রদল কিংবা সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। বিএনপি কার্যলয়ের সামনে পুলিশের উপস্থিতি দেখা যায়।
সদর থানার ওসি (তদন্ত) মাহফুজুর রহমান যুবদল নেতা শফিকুল ইসলাম মাসুদসহ ৬ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, অবরোধে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে তাদের আটক করা হয়েছে।