ঝিনাইদহের কালীগঞ্জে সংখ্যালঘু স্কুল শিক্ষকের জমি দখল করে নিয়েছে আওয়ামী লীগ নেতা

ঝিনাইদহ থেকে মাহমুদুল ইসলাম মিলন: ঝিনাইদহের কালীগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের জমি দখল করে নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা শফিয়ার রহমান।

উপজেলার পিরোজপুর গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের রনজিৎ তরফদার নামের একস্কুল শিক্ষক তার জমিতে যেতে পারছেন না বলে অভিযোগ করেছেন।

কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের পিরোজপুর গ্রামের মৃত যতিন্দ্রনাথ তরফদারের পুত্র রনজিৎ তরফদারের একই স্থানের ৬ বিঘা জমি জোরপূর্বক দখল করেছেন ঐ আওয়ামী লীগ নেতা।

Jhenidah Land Pic-11-01-15
স্কুল শিক্ষক রনজিত তরফদার

 

রনজিৎ তরফদার জানান, শফিয়ার রহমান জোর করে তার জমি চাষ করছেন। জমি দখল প্রসঙ্গে সফিয়ার রহমান বলেছেন, তিনি মৌসুম শেষে কিছু টাকা দিয়ে দেবেন জমির মালিককে।তিনি আরো বলেন, জমিটি তার বাড়ির পাশে।কিন্তু রনজিৎ তরফদার দূরের এক বিএনপি কর্মীকে জমি বর্গা দিয়েছিলেন। তিনি নিজে বর্গা নিতে চাইলেও জমির মালিক দিতে চাননি। যেকারণে তিনি জমি চাষ করছেন। তিনি বলেন, মৌসুম শেষে জমির মালিককে ফসলের টাকা দিয়ে দেবেন।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মানোয়ার হোসেন মোল্লা জানান, বিষয়টি তাকে কেউ অবহিত করেননি। থানায় অভিযোগ করলে তিনি বিষয়টির সমাধান করবেন বলে জানান।