বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান প্রথম ক্রিকেটার হিসেবে তিন ধরনের ক্রিকেটেই অলরাউন্ডারের র্যঙ্কিংয়ের শীর্ষে ওঠে অনন্য রেকর্ড গড়লেন। এক নম্বরের গৌরব অর্জন সাকিবের জন্য নতুন কিছু না। তবে যা নতুন তা হলো একইসঙ্গে তিন ধরনের ক্রিকেট ফরমেটেই সেরা হওয়া। তিনি কখনো সেরা ছিলেন টেস্টে, কখনো বা ওয়ানডেতে কিংবা টি-টোয়েন্টিতে। কখনো একসঙ্গে দুই সংস্করণে। তবে এখন তিন সংস্করণেই তিনি আইসিসি অলরাউন্ডারদের র্যঙ্কিংয়ের শীর্ষে। টেস্ট ও টি-টোয়েন্টিতে এক নম্বর ছিলেন আগে থেকেই। কাল আবারও উঠে গেলেন ওয়ানডে র্যঙ্কিংয়েরও শীর্ষে। বাংলাদেশের সাকিব আল হাসান তাই আপাতত অবিসংবাদিত বিশ্বসেরা অলরাউন্ডার!
ওয়ানডের র্যঙ্কিংয়ের শীর্ষস্থানের লড়াইটা এখন বেশ জমজমাট। মাত্র ১৩ পয়েন্টের ব্যবধানে রয়েছেন চার ক্রিকেটার। ৪০৩ রাঙ্কিং পয়েন্টে শীর্ষে সাকিব, ৩৯৭ পয়েন্ট নিয়ে দুইয়ে মোহাম্মদ হাফিজ। আরও ২ পয়েন্ট কম নিয়ে তিনে ম্যাথুস, ৩৯০ পয়েন্টে চারে তাঁর লঙ্কান সতীর্থ তিলকরত্নে দিলশান। বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেওয়া শহীদ আফ্রিদি অনেকটা পেছনে থেকে পাঁচ নম্বরে (৩৪০)।
এক নম্বরের স্বাদ সাকিব প্রথম পেয়েছিলেন এই ওয়ানডে দিয়েই, ২০০৯ সালের ২১ জানুয়ারি। ২০১১ সালের ১৭ ডিসেম্বর প্রথম শীর্ষে ওঠেন টেস্টে। এরপর নানা সময়ে আলাদা করে দুটিতে, কখনো একসঙ্গেই শীর্ষে ছিলেন দুটিতে। টি-টোয়েন্টির শীর্ষে ওঠাই সবচেয়ে পরে, এই গত ৪ ডিসেম্বরে। এবার পেলেন একসঙ্গে তিনটিরই শীর্ষে থাকার স্বাদ!