নাশকতার আশংকায় পাবনায় বিজিবি মোতায়েন

পাবনা থেকে স্বপন কুমার কুন্ডু: পাবনায় নাশকতার আশংকায় ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার গভীর রাত থেকে শহর ও আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন।র‌্যাব ও পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যদেরও বিজিবির পাশাপাশি মোতায়েন করা হয়েছে। জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে।