বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: বরিশাল নগরির ঠাকুরবাড়ির পুল এলাকায় টেম্পুর সাথে সংঘর্ষে হোন্ডা চালক প্রকৌশলী মো. জহিরুল ইসলাম পরশ (৪৫) ঘটনাস্থলেই মারা গেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সোয়া তিনটায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পরশ নগরির রুইয়ার পুল এলাকার মো. ফারুক হোসেন মাস্টারের ছেলে। পরশ পদ্মা ব্লোইয়িং প্রোডাকশন কোম্পানির প্রকৌশলী ছিলেন।
নগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) মো. জিল্লুর রহমান জানান, পরশ বাড়ি থেকে দুপুরে হোন্ডাযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। ঠাকুরবাড়ি পুলের কাছাকাছি বিপরীত দিক থেকে আসা টেম্পুর সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাকে শেবাচিম হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।
লাশ ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে রাখা হয়েছে। টেম্পু চালককে আটকের চেষ্টা করছে পুলিশ।