বাগেরহাটের শরণখোলায় জেলেদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাগেরহাট থেকে বাবুল সরদার: বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের উদ্ধার, সুন্দরবনে বনদস্যূ দমন ও জেলেদের পরিচয়পত্র প্রদানসহ নয় দফা দাবিতে বাগেরহাটের শরনখোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Bagerhat picture (13.01.2015).
জেলেদের নয়দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

মঙ্গলবার  দুপুরে  জাতীয় মৎস্যজীবি সমিতি ও শরণখোলা জেলে সমিতির আয়োজনে এই মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলেদের নয় দফা দাবি তুলে ধরে বক্তব্য রাখেন জাতীয় মৎস্যজীবি সমিতি শরণখোলা শাখার সাধারণ সম্পাদক সোলায়মান ফরাজী, জেলে সমিতির সভাপতি দুলাল ফরাজী, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলনসহ প্রমুখ। পরে সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অতুল মন্ডলের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

জেলেদের দাবিগুলি হচ্ছে: সুন্দরবন ও বঙ্গোপসাগরে বনদস্যু দমন, জেলেদের পরিচয়পত্র প্রদান,  ভিজিএফ চাউলের পরিমাণ বৃদ্ধি, বঙ্গোপসাগরে নিখোঁজ ও ভারতের কারাগারে আটক জেলেদের দ্রুত ফিরিয়ে আনা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জেলেদের  পুনর্বাসনের ব্যবস্থা করা, প্রান্তিক জেলেদের সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা, প্রাকৃতিক দুর্যোগে গভীর সমুদ্রে থাকা জেলেদের নিরাপত্তায় সংকেত প্রচার ও উদ্ধারের ব্যবস্থা করা, জলদস্যু দমনে গভীর সমুদ্রে নৌ-ঘাটি স্থাপন, ভুমিহীন জেলেদের খাসজমি বন্ধবস্ত দেয়া ও কর্মহীন সময়ে বিকল্প আয়ের ব্যবস্থা করা।

এব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারী জানান, আগামি একমাসের মধ্যে সকল জেলের পরিচয়পত্র জেলেদের হাতে তুলে দেয়া সম্বব হবে।