মৌলভীবাজারের রাজনগর প্রাথমিক বিদ্যালয়ের অর্ধাশতাধিক কর্মচারীর বেতনভাতা বন্ধ

মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: মৌলভীবাজারের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধাশতাধিক কর্মচারীর তিন মাস ধরে বেতনভাতা বন্ধ। বেতন ছাড়ের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে পত্র দেয়া হলেও ছাড়া হয়নি তাদের বেতনভাতা। এতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের গাফিলতি রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি অর্থ বছরে তাদের বেতন বাবদ অধিদফতর থেকে ২৫ লাখ টাকা ছাড় দেয়া হয়। এতে জুন-২০১৪ থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাজনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলির কর্মচারীদের বেতন প্রদান করা হয়েছে। কিন্তু পরবর্তীতে আর কোন টাকা না আসায় উপজেলার ৬০ জন কর্মচারীর বেতনভাতা গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত আটকে আছে।

দক্ষিণ ঘড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম প্রহরী মো. ছালিক আহমদ জানান, গত তিনমাস ধরে বেতন ভাতা না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে আছি।