রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীতে মহানগর ও জেলা পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় জামায়াত-বিএনপির ৩২ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। আটককৃতদের মঙ্গলবার বিকেলে আদালতে উপস্থিত করে বিভিন্ন মামলায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অবরোধ কর্মসূচি চলাকালে নগরীর কাটাখালী, বিনোদপুর ও খড়খড়িসহ আশপাশের বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে। জেলা পুলিশের অপর একটি অভিযানে নয়টি উপজেলায় অভিযান চালিয়ে ২২ জনকে আটক করেছে।