রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী মহানগরীর খড়খড়ি বাইপাস এলাকা থেকে ৩২টি ককটেল ও ১০টি ধারালো অস্ত্র (হাসুয়া) উদ্ধার করেছে র্যাব-৫ সদস্যরা। তবে এ ঘটনায় তারা কাউকে আটক করতে পারেননি। সোমবার (১২ জানুয়ারি) গভীর রাতে এগুলো উদ্ধার করা হয়েছে। র্যাব-৫ এর মিডিয়া সেলের সিনিয়র এএসপি মীর্জা গোলাম সারোয়ার এ তথ্য নিশ্চিত করেন।
মীর্জা গোলাম সারোয়ার জানান, গতকাল গভীর রাতে অবরোধকারীরা নগরীর খড়খড়ি বাইপাস এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় খবর পেয়ে র্যাব ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের ফেলে যাওয়া ককটেল ও ধারালো অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে ককটেলগুলো কার্টুনে এবং ধারালো অস্ত্রগুলো ব্যাগের মধ্যে রাখা ছিল।