শেরপুর থেকে রেজাউল করিম: শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নানা সমস্যার মধ্য দিয়ে কোনরকমে চলছে। ডাক্তার না পাওয়ায় রোগীরা হতাশা নিয়ে ফিরে যাচ্ছে অন্যত্র।
সম্প্রতি সরেজমিন ঘুরে ও রোগীদের সাথে আলাপ করে এসব তথ্য পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ নয়টি পদের সবকটিতেই ডাক্তার রয়েছে। তবে ডাক্তারদের উপস্থিতি খুবই কম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মূল ভবনসহ পুরনো আবাসিক ভবনগুলিতে দীর্ঘদিন ধরে ফাটল দেখা দিয়েছে। দেয়ালের প্লাস্টার খসে পড়ছে। নির্ধারিত বাসস্ট্যান্ড থাকা সত্ত্বেও কমপ্লেক্স এর প্রধান গেট সংলগ্ন রাস্তাটাকেই বাসস্ট্যান্ড হিসেবে ব্যবহার করছে ভটবটি ও অটো রিকসার চালকরা। গাড়ির শব্দ, হর্ণ, কালোধোঁয়া আর মানুষের ভিড়ের কারণে পরিবেশ যেমন বিপন্ন হচ্ছে, তেমনি রোগীদের অবস্থাও খারাপ হচ্ছে। সন্ধ্যা হলেই মাদকাসক্তদের অভয়াশ্রমে পরিনত হয়।
এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এফএম কামরুজ্জামান জানান, আইন শৃঙ্খলা রক্ষা সমন্বয় কমিটির সভায় বিষয়টি কয়েকবার আলোচনা হয়েছে কিন্ত তাতে কোন ফল পাওয়া যায়নি।