ধনবাড়ী থেকে আব্দুল্লাহ আবু এহসান: টানা অবরোধের কারণে দুধ নিয়ে বিপাকে পড়েছেন টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী উপজেলার খামারিরা। স্থানীয় হাট-বাজারগুলিতে পাইকারি ক্রেতা না থাকায় এবং মিল্কভিটা দুধ কেনা বন্ধ করে দেয়ায় দুধের দরপতন হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, মধুপুর ও ধনবাড়ী উপজেলায় শুধু মিল্কভিটার দুগ্ধ খামার রয়েছে ৭৫০টি। এরমধ্যে মধুপুরে ৩৭৫ এবং ধনবাড়ীতে ৩৭৫টি। এছাড়া সাধারণ খামারি রয়েছে আরো তিন শতাধিক। ধনবাড়ীতে মিল্কভিটার প্রতিদিন দেড় হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন একটি দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র রয়েছে। অবরোধের কারণে দুধ পরিবহন করতে না পারায় কেন্দ্রটি বন্ধ হয়ে গেছে। এর ফলে খামারি ও দুগ্ধ উৎপাদনকারী কৃষকরা দুধ নিয়ে মহাবিপাকে পড়েছে।
দুধের গ্রাম খ্যাত ধনবাড়ী উপজেলার মুশুদ্দি, ভাইঘাট, ধনবাড়ী বাজার ও মুশুদ্দি দক্ষিণ পাড়া চৌরাস্তা বাজারে বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতি লিটার দুধ বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়।
ধনবাড়ী দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি মীর আশরাফ হোসেন জানান, টানা অবরোধের কারণে মিল্কভিটা দুধ কেনা বন্ধ করে দিয়েছেন।