জাতীয় দলের ক্রিকেটার রুবেল আদালতের কাছে বিশ্বকাপে অংশ নিতে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করলে আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ রাশেদ তালুকদারের আদালত রুবেলের এ আবেদন মঞ্জুর করেন।
বিশ্বকাপ ক্রিকেট দলে রুবেলের নাম থাকায় তাকে বিদেশে যেতে হবে, এ মর্মে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে এ আদেশ দেন বলে জানান রুবেলের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ।
আদালত এ সময় তাকে সশরীরে হাজিরা দেয়া থেকে মওকুফ করে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেয়ার নির্দেশ দেন বলেও জানান তিনি।
রুবেলের বিরুদ্ধে মিরপুর থানায় গত বছরের ১৩ ডিসেম্বর নারী নির্যাতন আইনে মামলা করেন চলচ্চিত্র অভিনেত্রী নাজনীন আকতার হ্যাপি। এ মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন।