নোয়াখালী থেকে জামাল হোসেন বিষাদ : নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাইপাস এলাকায় বাস দুর্ঘটনায় একজন মারা গেছেন। এসময় আরো পাঁচজন আহত হন।
ইজতেমার যাত্রী বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়লে দেলোয়ার হোসেন (৫৬) নামে একজন মুসল্লির মৃত্যু হয়। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনায় বাসের আরো পাঁচ মুসল্লি আহত হয়েছেন।
নিহত দেলোয়ার হোসেন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর গ্রামের সেকান্দর মিয়ার ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
বুধবার সকালে নিহতের ভাই লেদু চৌধুরী জানান, মঙ্গলবার রাতে এলাকার অন্য মুসল্লিদের সাথে বাসে চড়ে টঙ্গীতে বিশ্ব ইজতেমার উদ্দেশ্য রওনা দেন তার ভাই দেলোয়ার। সোনাইমুড়ী-ছাতারপাইয়া সড়কের ছাতারপাইয়া বাইপাস এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে দোলোয়ার হোসেনসহ ছয়জন মুসল্লি আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে দেলোয়ার মারা যায়। অন্যান্য আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।