শেরপুর থেকে প্রতিনিধি: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, নির্বাচনের জন্য বিএনপিকে ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখেই যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার সন্ধ্যায় নকলা উপজেলা পরিষদ চত্বরে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণের সময় আয়োজিত এক সমাবেশে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপির চলমান আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, মানুষ মেরে, বাস-ট্রাক পুড়িয়ে যা খুশি তাই করে বিএনপি নেত্রী ভুল করছেন। নির্বাচনের জন্য বিএনপি নেত্রীকে আরো চার বছর অপেক্ষা করতে হবে। সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে ২০১৯ সালে নির্বাচন হবে।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন শেরপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হায়দর আলী, অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম খাঁন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক, শফিকুল ইসলাম জিন্নাহ, ফেরদৌস রহমান জুয়েলসহ অন্যরা।
কৃষিমন্ত্রী উপজেলার ২৮টি বেসরকারি উচ্চ বিদ্যালয়ের ২৮০ জন শিক্ষার্থীকে একটি করে কম্বল ও সোয়েটার এবং ছয়টি নারী সংগঠনকে এক লাখ ২৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন।