বরিশালের হিজলায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

বরিশাল থেকে এম. মিরাজ হোসাইন: বরিশালের হিজলা উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে লাবণী আক্তার (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রী।

সে লক্ষীপুর গ্রামের আলতাফ হোসেন মল্লিকের কন্যা্। মঙ্গলবার সন্ধ্যায় লাবণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমআর শওকত আনোয়ার জানান, দু মাস আগে পাশের গ্রামের শাহিন সিকদারের সাথে লাবণীর বিয়ে হয়। বিয়ের পর লাবণী স্বামীর সাথে ঢাকা থেকে ফিরে এসে বাবার বাড়িতে ওঠে। এরপর সে আর স্বামীর বাড়িতে যায়নি।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক কলহের জের ধরে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। মৃতদেহ ময়না তদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।