বরিশাল প্রতিনিধি: বরিশাল জেলায় কাল সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ও মহানগর ছাত্র দল।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ ও ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীরসহ সারাদেশে নেতা কর্মীদের গ্রেপ্তার, হত্যা, গুম ও নির্যাতনের প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছে বলে জানিয়েছে জেলা ও মহানগর ছাত্র দল।
মঙ্গলবার (১৩ জানুয়ারি)রাত ৮টায় জেলা ছাত্র দলের আহবায়ক মো. মাসুদ হাসান মামুন ও মহানগর ছাত্রদলের আহবায়ক খোন্দকার আবুল হাসান লিমন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।