বাগেরহাট থেকে বাবুল সরদার: বাগেরহাটের মোড়লগঞ্জে বাঘের চামড়া ও হাড়সহসহ তিনজনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার রাতে মোড়লগঞ্জ পৌরসভার নব্বইরশি বাসস্ট্যান্ড থেকে বাঘের চামড়াসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মোড়লগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব ৮এর মেজর আদনান কবির জানান, মোড়লগঞ্জ বাসস্ট্যান্ডে সন্দেহভাজন তিনজনকে আটক করে। আটককৃতরা বস্তায় করে নিয়ে আসা একটি বাঘের চামড়া ও হাড়গোড় ফেলে পালাতে চেষ্টা করলে র্যাব তাদেরকে আটক করে। আটককৃতরা হচ্ছে, শরণখোলা উপজেলার উত্তর সোনাতলা গ্রামের ইউসুব আলী শেখের দুই ছেলে দেলোয়ার হোসেন (৩৪), নুরুজ্জামান শেখ (৫২) ও ছোটনলবুনিয়া গ্রামের কবির হাওলাদার (৪০)। উদ্ধারকৃত বাঘের চামড়াটি লেজসহ প্রায় সাড়ে নয় ফুট লম্বা।
র্যাব জানায়, আটকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা রয়েল বেঙ্গল টাইগারের চামড়া বিক্রয় ও পাচারের সাথে জড়িত। আসামিরা আরও স্বীকার করে যে, তারা ১০-১৫ বছর ধরে রয়েল বেঙ্গল টাইগা, হরিণ, কুমির ও অন্যান্য বন্যপ্রাণির শিকারী ও পাচারকারী।
মোড়লগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মোড়েলগঞ্জ থানায় আটককৃতদের নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।