মধুপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা

মধুপুর থেকে হাবিবুর রহমান: টাঙ্গাইলের মধুপুরে বুধবার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় দেশের প্রায় ১০টি জেলা থেকে শতাধিক ঘোড়া নিয়ে সওয়ারিরা অংশ নেন। মধুপুর উপজেলার আকাশী দামপাড়া গ্রামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা দেখতে আসা হাজার হাজার নারী-পুরুষের বেষ্টনীর ভেতর দুপুরে ঘোড়দৌড় শুরু হয়।

প্রতিযোগিতায় নয়টি ইভেন্টে মোট ২৭ জন বিজয়ীকে ওয়ালটনের সৌজন্যে ফ্রিজ, টেলিভিশনসহ ইত্যাদি পুরস্কার প্রদান করা হয়।

Horse Race Pic-01
শতাধিক ঘোড়া দৌঁড়ে অংশগ্রহণ করে

টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, গাজীপুর, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর ও পাবনার ঘোড়ার মালিক এবং সোয়ারিরা ঘোড়া নিয়ে এ প্রতিযোগিতায় অংশ নেন।

মধুপুর আকাশী দামপাড়া মাঠে বঙ্গবন্ধু ক্লাব আয়োজিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক খাদ্য মন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিরি সভাপতি ড. আব্দুর রাজ্জাক এমপি। আরো উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ সরোয়ার আলম খান আবু, ওয়াল্টনের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, উপজেলা নির্বাহী অফিসার মুক্তাদির আজিজ, ধনবাড়ী পৌরসভার মেয়র খন্দকার মনজুরুল ইসলাম তপনসহ অন্যরা।