রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছোড়া হলে নারী ও শিশুসহ চারজন জীবন্ত পুড়ে মারা গেছে।
এ ঘটনায় ১২ জন অগ্নিদগ্ধ হয়েছে।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে খলিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের মিঠাপুকুর উপজেলা সদরের বাতাসন এলাকায় পৌছলে বাসটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে দুর্বত্তরা। এতে বাসটিতে আগুন ধরে যায়।
আহতদের মধ্যে তছিরন নেছা নামে একজনের অবস্থা আশংকাজনক। অগ্নিদগ্ধদের তিনজনকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।