রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীতে আবারও পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে শিবিরকর্মীরা। বুধবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর সোনাদীঘির মোড়ে এ হামলা চালানো হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন খন্দকার জানান, বিকালে শিবিরকর্মীরা সোনাদীঘির মোড়ে মিছিল বের করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ে।