লক্ষ্মীপুরে ২৫ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: লক্ষ্মীপুরের রামগতিতে কোস্টগার্ড ৯০ হাজার মিটার নিষিদ্ধ জাল আটক করে পুড়িয়ে দিয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায়  কোস্টগার্ড কন্টিনজেন্ট অফিসের সামনে আটক জাল পোড়ানো হয়।  এসব জালের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।

কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার ইকবাল বাহার জানান, মেঘনা নদীর গাবতলী, সেবাগ্রাম, আলেকজান্ডার ও টাঙ্কির খালসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ জাল আটক করা হয়। এর মধ্যে ৪০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৫০ হাজার মিটার ছোট ফাঁসের নেট জাল ছিল।