জুড়ীতে ট্রাকে আগুন

মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: জুড়ী উপজেলার ভুয়াই বাজারে আজ সকালে একটি ট্রাক পুড়িয়ে দিয়েছে হরতাল সমর্থকরা ।

মালামাল নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি (ঢাকা মেট্রো ট ১৬- ৯৫০) বিয়ানীবাজার যাচ্ছিল। ভুয়াই বাজার পার হওয়ার সময় এটি হামলার শিকার হয়।

truck ablazes during BNP strike at Juri of Moulvibazar
হামলার শিকার ট্রাক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে চড়ে এসে ১০-১২ জনের একটি দল ট্রাকটিতে হামলা চালায়। এ সময় ভয়ে গাড়ি থেকে চালক ও হেলপার নেমে যায়। পরে হরতাল সমর্থকরা ট্রাকে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভায়।

প্রাথমিকভাবে এ ঘটনায় ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। আগুনের ঘটনার পর থেকে  কুলাউড়া-জুড়ী-বড়লেখা সড়কে পুলিশ টহল জোরদার করা হয়েছে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ, স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণ করায় গাড়ি কিংবা জানমালের তেমন ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হরতাল সমর্থকরা পালিয়ে যায়।