টুঙ্গিপাড়ায় চালককে খুন করে ভ্যান নিয়ে গেছে দুর্বৃত্তরা

গোপালগঞ্জ থেকে হায়দার হোসেন: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আব্দুর রহিম মোল্যা (১৭) নামে এক অটো-ভ্যান চালককে হত্যা করে ভ্যান নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

আজ (১৫ জানুয়ারি) সকালে উপজেলার বালারগাতী ব্রিজের কাছে একটি মাছের ঘেরের পাড় থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আব্দুর রহিম সদর উপজেলার কাঠি গ্রামের বাবলু মোল্যার ছেলে।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নুর হোসেন জানান, দুর্বৃত্তরা গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি এলাকা থেকে টুঙ্গিপাড়া যাবার জন্য আব্দুর রহিম মোল্যার ভ্যানটি ভাড়া করে। ভ্যানটি বালারগাতী পৌঁছালে আব্দুর রহিমকে শ্বাসরোধ করে হত্যা করে তারা। পরে তার হাত-পা বেঁধে লাশ ফেলে ভ্যান নিয়ে পালিয়ে পায়।

সকালে এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।