মধুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল্লাহ আবু এহসান : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালী বাজারে পাঁচটি দোকান আগুনে পুড়ে গেছে।
আজ (১৫ জানুয়ারি) ভোররাতে বাজারের কেএস স্টোর নামের একটি দোকানে বৈদুত্যিক শটর্সার্কিট থেকে আগুন লাগে। এতে মালামালসহ আশপাশের পাঁচটি দোকান পুড়ে যায়। আংশিক ক্ষতি হয় আরো চারটি দোকানের।
খবর পেয়ে মধুপুর থেকে দমকল কর্মীরা এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নেভায়।
আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকানিরা জানিয়েছেন। বাজারের আতাব আলীর কেএস স্টোর, শফিউদ্দিনের রাকিব এন্টারপ্রাইজ, আব্দুল লতিফের লতিফ বেডিং স্টোর, সাদিকুল ইসলামের সানজিদা হারবাল স্টোর ও একটি কীটনাশকের দোকান পুড়ে যায়।
ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বেলাল, ইউপি চেয়ারম্যান কামাল হাসেন তালুকদার মিন্টু, রফিকুল ইসলাম তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ধনবাড়ী কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগতা ও পুরস্কার বিতরণ
ধনবাড়ী কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আজ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক এমপি। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌরসভার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা শিক্ষা অফিসার মাহবুব জামান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ ও প্রধান শিক্ষক মীর আশরাফ হোসেন।