কিশোরগঞ্জ থেকে প্রতিনিধি: প্রস্তাবিত ময়মনসিংহ বিভাগে কিশোরগঞ্জ জেলার অন্তর্ভুক্তির প্রতিবাদে কিশোরগঞ্জ নাগরিক ফোরাম সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার দাবিও জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়- ময়মনসিংহকে বিভাগ করলেও কিশোরগঞ্জবাসী ময়মনসিংহ বিভাগে যাবার পক্ষে নয়। কিশোরগঞ্জবাসীকে কোনো কাজের জন্যই ময়মনসিংহে যেতে হয় না। এমনকি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এবং নান্দাইল উপজেলার মানুষও বেশিরভাগ ক্ষেত্রেই কিশোরগঞ্জের সঙ্গে সম্পৃক্ত।
প্রস্তাবিত ময়মনসিংহ বিভাগের মানচিত্র থেকে কিশোরগঞ্জকে বাদ না দিলে আন্দোলন গড়ে তোলা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আগামী রোববার এ দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার মো. আসাদ উল্লাহর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক লুৎফুল আরেফিন গোলাপ, মহিলা পরিষদ সভানেত্রী সুলতানা রাজিয়া, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, উইমেন চেম্বারের সভানেত্রী ফাতেমা জহুরা, নাগরিক ফোরামের সমন্বয়কারী এনায়েত করিম অমি, জেলা গণতন্ত্রী পার্টির সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন সুধা, ক্রীড়া সংগঠক মাহমুদ পারভেজ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী, ইটনা সমিতির সম্পাদক মেহেরউদ্দিন, নারী নেত্রী বিলকিস বেগম, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি রিফাতউদ্দিন আহাম্মদসহ অন্যরা।