শুক্রবার (১৬ জানুয়ারি) শেরপুরের বিশিষ্ট আইনজীবী, রাজনীতিবিদ ও সমাজসেবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম কালামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সকালে তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার বয়ড়া পরানপুরে কবর জিয়ারত, দোয়া মাহফিল এবং বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে শুভাকাঙ্ক্ষী, আত্মীয়স্বজন ও সমর্থকদের অংশগ্রহণ করার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
২০১৩ সালের ১৬ জানুয়ারি তাঁর মৃত্যু হয়। সাইফুল ইসলাম কালাম শেরপুর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি ১২ বার জেলা আইনজীবী সমিতির সভাপতি ও তিন বার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। জেলা ক্রীড়া সংস্থা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত ছিলেন ছিলেন তিনি।