কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের সিলকোট উপড়ে ফেলা হয়েছে

পটুয়াখালী থেকে সোহরাব হোসেন: কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পাখিমারার দুটি স্থানে প্রায় একশ ফুট রাস্তার সিলকোট উপড়ে ফেলা হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় রোলার দিয়ে সীলকোট উপড়ে ফেলার খবরে থানা পুলিশ গিয়ে খোড়াখুড়ির কাজ বন্ধ করে দেয়।

Patuakhali pic-37  (17-01-15)
কলাপাড়ার পাখিমারা এলাকায় কুয়াকাটা সড়কের খুড়াখুড়ি অংশ

সড়ক ও জনপথ বিভাগ সুত্রে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান দি-রূপসা ইঞ্জিনিয়ার্স লিমিটেড এর রোলার চালক মো. টোকন শুক্রবার (১৬ জানুয়ারি)সকালে সড়কটির সিলকোট উপড়ে ফেলে। থানা পুলিশ রাস্তা খোড়ার কাজ বন্ধ করে দেয়। সড়ক বিভাগের কুয়াকাটার উপ-বিভাগীয় প্রকৌশলীর অভিযোগ, তাদেরকে না জানিয়ে পর্যটন এলাকার মহাসড়ক খোড়ার ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত। রাস্তাটি খুড়ে কুয়াকাটার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নের জন্য এসব করছিল বলেও তারা অভিযোগ করেছেন।

সওজের দাবি, ২০১০ সালে সড়কটির নির্মাণ কাজ শুরু করে দি-রূপসা ইঞ্জিনিয়ার্স। কিন্তু ত্রুটিপুর্ণ কাজের জন্য তাদের বিল আটকে দেয়া হয়।

রূপসাইঞ্জিনিয়ার্স এর  রাশেদুর রহমান জানান, সড়ক ও জনপথ বিভাগের উর্ধতন কর্তৃপক্ষ ও টেকনিক্যাল কমিটির নির্দেশনায় সড়কটির রেকটিফিকেশন কাজ শুরু করেন। তিনি আরো জানান, বর্তমানে রেকটিফিকেশন কাজ করতে তার কাছে কুয়াকাটার উপ-বিভাগীয় প্রকৌশলীসহ তার সহকর্মীরা দশ লাখ টাকা চেয়েছেন। না দেয়ায় তাকে কাজে বাধা দেয়া হয়েছে।

কলাপাড়া থানার ওসি মোহা. আজিজুর রহমান জানান, আপাতত কাজ বন্ধ করে দেয়া হয়েছে। উভয়পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের জন্য বলা হয়েছে। নাশকতা কী না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।