গোপালগঞ্জে দুই মাদক ব্যবসায়ীসহ পাঁচজন গ্রেপ্তার

গোপালগঞ্জ থেকে হায়দার হোসেন: গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

শুক্রবার (১৬ জানুয়ারি)রাতে সদর উপজেলার নিলারমাঠ ও গোপালগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার গাড়ফা গ্রামের আমিনুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৫), কামরুজ্জামানের ছেলে নয়ন ইসলাম (১৮), গোপালগঞ্জ জেলা শহরের পাচুরিয়া এলাকার এনায়েত শেখের ছেলে আলামিন শেখ (১৮), কাজী সাহেব আলীর ছেলে দিনার কাজী (১৮) ও শওকত আলীর ছেলে রাশেদউজ্জামান (১৭)।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মেহেদী হাসান ও নয়ন ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

অপরদিকে, জেলা শহেরর গোপালগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে অভিযান চালিয়ে গাঁজা সেবন ও জুয়া খেলার সময় আল আমিন, দিনার কাজী ও রাশেদউজ্জামানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের আরো একটি দল। এ ব্যাপারে পৃথক পৃথক ভাবে দুটি মামলা দায়ের করা হয়েছে।