তানোরে বাসে পেট্রোলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশত বাসযাত্রী

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীর তানোরে যাত্রীবাহী বাস লক্ষ্য করে পেট্রোলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে পেট্রোলবোমাটি বাসের কাঁচ ভেঙে ভিতরে ঢুকলেও সঙ্গে সঙ্গেই নিষ্ক্রিয় হয়ে যায়। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই বাসের অর্ধশত যাত্রী।

শুক্রবার দুপুরে তানোর উপজেলার মুণ্ডুমালা পৌরসভা থেকে রাজশাহী যাওয়ার পথে বুড়াবুড়ি তলা এলাকায় যাত্রীবাহী বাসটিতে বোমা হামলা চালানো হয়।

বাসের চালক আলমগীর কবির জানান, দুপুর ১২টার দিকে মণ্ডুমালা থেকে ইয়া রাব্বি পরিবহনের বাসটি প্রায় অর্ধশত যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা দেয়। বাসটি বুড়াবুড়ি তলা নামক পৌঁছামাত্রই ৭-৮ জন দুর্বৃত্ত বাসটিতে পেট্রোল বোমা ছুড়ে দ্রুত পালিয়ে যায়। তবে বোমাটি সঙ্গে সঙ্গেই নিষ্ক্রিয় হয়ে যায়। এসময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

রাজশাহীর তানোর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, বাসে পেট্রোলবোমা হামলার কথা শোনার পরপরই সেখানে পুলিশ পাঠিয়ে অভিযান চালানো হয়। তবে তার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।