নেত্রকোনা থেকে মীর মনিরুজ্জামান: শুক্রবার রাত আটটার দিকে নেত্রকোনা শহরের বাজুর বাজার এলাকায় একটি চলন্ত ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে মারে অবরোধকারীরা । এতে ট্রাকটিতে আগুন ধরে গেলে চালক তারা মিয়া আহত হয়।
দমকলকর্মীরা এসে আগুন নেভায়। আহত চালককে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । তারা মিয়ার বাড়ি ময়মনসিংহের তারকান্দা উপজেলায়।