বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: চলমান টানা অবরোধ এবং রোব্বারের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বরিশালে পৃথক ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও জামায়াত। এদিকে অবরোধ ও হরতালের বিরুদ্ধে নগরীতে আওয়ামী যুবলীগও পাল্টা বিক্ষোভ সমাবেশ করেছে ।
শনিবার সকাল সাড়ে ৯টায় নগরীর গীর্জা মহল্লা সড়কে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপি। লেচুশাহ মাজার থেকে মিছিলটি শুরু হয়ে জামে কসাই মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই মিছিল কারীরা সটকে পড়ে। এর আগে সকাল ৭টায় নগরীর নবগ্রাম রোড দিয়াপাড়া এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করে মহানগর জামায়াত । কিছুদুর অগ্রসর হওয়ার পরপরই মিছিলকারীরা পালিয়ে যায়।
এছাড়া সকালে কালিজিরা এলাকায় একটি ঝটিকা মিছিল বের করেছে বিএনপি। এরপর আর তাদের মাঠে দেখা যায়নি।
জেলা বাস মালিক সমিতির সভাপতি আফতাব হেসেন জানান, সকাল থেকেই তারা দূরপাল্লার দুএকটি পরিবহণ ছেড়েছেন। তবে রাতের বেলা পুলিশ প্রহরায় পরিবহণ বাস চালাবেন। রূপাতলী থেকে বরিশাল অঞ্চলের ১৮ রুটে বাস ছাড়লেও সংখ্যায় ছিল কম। ভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল। নগরীর ব্যাবসা প্রতিষ্ঠান খুলেছে এবং গণপরিবহন চলাচল ছিল স্বাভাবিক।