বরিশাল বিভাগে রোববার সকাল-সন্ধ্যা হরতাল

বরিশাল থেকে এম. মিরাজ হোসাইন: বরিশাল বিভাগের ছয় জেলায় রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।

শুক্রবার সন্ধ্যা ৭টায় নগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার এ কর্মসূচির কথা জানান। তিনি জানান, খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখা ও বিএনপির মহাসচিবসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গ্রেফতার-নির্যাতন ও হত্যার প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে বরিশাল জেলা ও মহানগর ২০ দলীয় জোটের আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে এক বৈঠকে এই হরতাল কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।