ভারতীয় মদসহ মৌলভীবাজারে চার যুবক আটক

মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় শনিবার (১৭ জানুয়ারি) ভারতীয় মদসহ অটোরিকশা আরোহী চার যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার টেংরাবাজারের সর্দারশাহ মাজারের মৌলভীবাজার-কুলাউড়া সড়কে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি করে চালিয়ে তিন বোতল ভারতীয় মদ পাওয়া যায়। পরে অটোরিকশার আরোহী চার যুবককে আটক করা হয়। সিএনজিটিও আটক করা হয়েছে।

আটককৃতরা হলো-ফতেহপুর ইউনিয়নের বেতাহুঞ্জা গ্রামের আফজল মিয়া (২৮), ফয়জুল ইসলাম (২৫), ফতেহপুর গ্রামের সিরাজুল ইসলাম (২৩) ও আতিকুর রহমান (২১)।

এএসআই রাজিব হোসেন বাদী হয়ে রাজনগর থানায় মামলা দায়ের করেছেন।