ভোলা থেকে জুন্নু রায়হান: ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে পানের আড়ৎ এলাকায় আয়োজিত দলীয় সভায় যাওয়ার পথে ফারুক মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
দিকে সাধারণ সম্পাদককে গ্রেফতারের খবরে নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদে বিএনপির জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পুলিশ মিছিলটি ভেঙে দেয়।
সন্ধ্যার আগে শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।
পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, অবরোধের শুরু থেকে গত কয়েকদিনে অন্তত শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।