রংপুর থেকে জয়নাল আবেদীন: অনির্দিষ্টকালের অবরোধের দ্বাদশ দিনে শনিবার ( ১৭ জানুয়ারি) রংপুরে বিএনপি জেলা ও মহানগর কমিটির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল রংপুরে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে ।আজকের হরতালে তেমন কোন সাড়া পড়েনি ।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইলাম আলমগীরকে গ্রেফতার, রংপুরসহ সারা দেশে দলীয় নেতা কর্মীদের নামে মামলা, গ্রেফতার প্রএবং মুক্তির দাবিতে এই হরতাল আহবান করে রংপুর জেলা এবং মহানগর বিএনপি ।
হরতালে রংপুর নগরির অধিকাংশ দোকানপাট, খোলা ট্রেণ চালুসহ সবধরনের যানবাহন চলাচল করছে।
এদিকে পুলিশ আজ ১৫জন বিএনপি-জামাতের তিনজনসহ মোট ৫৭জনকে আটক করেছে।