রংপুরে ঢিলেঢালা হরতাল পালিত, আটক ৫৭জন

রংপুর থেকে জয়নাল আবেদীন:  অনির্দিষ্টকালের অবরোধের দ্বাদশ দিনে শনিবার ( ১৭ জানুয়ারি) রংপুরে বিএনপি জেলা ও মহানগর কমিটির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল রংপুরে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে ।আজকের হরতালে তেমন কোন সাড়া পড়েনি ।

RANGPUR ABOROD PHOTO 02
হরতাল ও অবরোধে  বাস-ট্রাক চলাচল করছে।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইলাম আলমগীরকে  গ্রেফতার, রংপুরসহ সারা দেশে দলীয় নেতা কর্মীদের নামে মামলা, গ্রেফতার প্রএবং মুক্তির দাবিতে এই হরতাল আহবান করে রংপুর জেলা এবং মহানগর  বিএনপি ।

হরতালে রংপুর  নগরির অধিকাংশ দোকানপাট, খোলা ট্রেণ চালুসহ সবধরনের যানবাহন চলাচল করছে।

এদিকে পুলিশ আজ ১৫জন বিএনপি-জামাতের তিনজনসহ মোট ৫৭জনকে আটক করেছে।