হত্যা ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে আদিবাসীদের মানববন্ধন

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীর তানোরে বাবলু হেমব্রম হত্যা, নওগাঁয় বুলো রানী ধর্ষণ ও হত্যা এবং দিনাজপুরে টুডু সারেন হত্যাসহ উত্তরাঞ্চলজুড়ে আদিবাসীদের ওপর নির্যাতন, উচ্ছেদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে আদিবাসী ছাত্র পরিষদ।

শনিবার (১৭ জানুয়ারি)দুপুরে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক গনেশ মাঝি, সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম, আদিবাসী  ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রমসহ স্থানীয় নেতৃবৃন্দ।