গোপালগঞ্জ থেকে হায়দার হোসেন: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হংকং ও মধ্যপ্রাচ্যে গৃহকর্মী নিয়োগে চলছে জব ফেয়ার। যুব উন্নয়ন অধিদপ্তর ও এসএ ট্রেডিং এর যৌথ উদ্যোগে এ জব ফেয়ারের আয়োজন করা হয়।
রোববার দুপুরে শেখ জামাল যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত জব ফেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল কবির। গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এসএ ট্রেডিং এর সত্বাধিকারী আব্দুল আলিম, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক সাইদুর রহমান সেলিম, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, গোপালগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খান মাহাবুব উজ্জামান বক্তব্য রাখেন।
জানা যায়, জব ফেয়ারে গোপালগঞ্জ, বাগেরহাট, নড়াইল, মাদারীপুরসহ ১০টি জেলা থেকে তিনশ ৭৬জন নারী অংশগ্রহণ করছেন। একটি বেসরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে দেশের বাইরে গৃহকর্মী পাঠানো হচ্ছে। প্রশিক্ষণ নিয়ে নির্বাচিত নারীরা মাত্র ২০হাজার টাকায় হংকং ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে পারবেন।