গোপালগঞ্জের মুকসুদপুরে শিক্ষাসামগ্রী বিতরণ

গোপালগঞ্জ  প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা, খেলাধুলা এবং নিত্য ব্যবহার্য সামগ্রী বালতি ও ছাতা বিতরণ করা হয়।

রোববার (১৮ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে  আর্ন্তজাতিক সেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ল্ড ভিশন  তিন হাজার ৩৮০ জন শিশু শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করে।

শিক্ষা সামগ্রী  বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুকসুদপুরের ইউএনও মু: খায়রুজ্জামান। ‌আরো উপস্থিত ছিলেন মুকসুদপুর মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদৎ আলী মোল্যা, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, প্রধান শিক্ষক লিটন শ্যামল হালদার, সুবিধাভোগী শিশু শিক্ষার্থী উষা খানম প্রিয়া প্রমুখ ।