চরমপন্থী পরিচয়ে চাঁদা চেয়ে রাজশাহীর ২০ চিকিৎসককে হুমকি

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীর দুর্গাপুরে চরমপন্থী সংগঠনের পরিচয়ে ২০ চিকিৎসকের কাছে চাঁদা চেয়ে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. খাইরুল আতাতুর্ক জানান, শনিবার (১৭ জানুয়ারি) একব্যক্তি নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে অফিস সহকারী আবদুল মান্নানের কাছ থেকে দুর্গাপুরে কর্মরত সব চিকিৎসকের মোবাইল নম্বর নেয়। এর কিছুক্ষণ পর সব চিকিৎসকের ব্যক্তিগত নম্বরে ফোন করে চরমপন্থী সংগঠনের পরিচয়ে চাঁদা দাবি করা হয়। প্রতি চিকিৎসকের কাছে এক লাখ করে টাকা দাবি করা হয়। টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল চক্রবর্তী জানান, চিকিৎসকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।