চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দর ২৫ বছরেও পূর্ণতা পায়নি

গোমস্তাপুর থেকে হাবিবুর রহমান: রাজস্ব আয়ের বড় সম্ভাবনা থাকলেও দীর্ঘ ২৫ বছরেও দেশের অন্যতম রেলবন্দর চাঁপাইনবাবগঞ্জের রহনপুরকে পূর্ণাঙ্গ বন্দর হিসেবে গড়ে তোলা হয়নি। অপূর্ণ এই বন্দর থেকেই গত ছয় মাসে তিন কোটি ৫৪ লাখ রাজস্ব আয় হয়েছে সরকারের।

Gomastapur pic
রোহনপুর রেলবন্দর

ব্রিটিশ আমলে প্রথম চালু হওয়া রেলপথটি ১৯৯০ সালে পুনরায় চালু করা হলেও রেলবন্দরের ঠিকমতো অবকাঠামো উন্নয়ন হয়নি।

সম্প্রতি এ রেল বন্দরের রেলইয়ার্ড বাড়ানোর কাজ শুরু হয়েছে।

ভারত থেকে ট্রানজিট পেলে এ রেল রুট  দিয়ে নেপালও মালামাল আনা-নেয়া করতে রাজি আছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সম্প্রতি ঢাকায় নিযুক্ত নেপালি রাষ্ট্রদূত এ রেলবন্দর পরিদর্শন করে গেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দু দেশের প্রধানমন্ত্রীর মধ্যে স্বাক্ষরিত ৫০ দফা প্রটোকল চুক্তিতে উভয় দেশ এ রুটকে গুরুত্ব প্রদান করে।

রেল বন্দর সূত্রে জানা যায়, চলতি অর্থ বছরের প্রথম ছয়মাসে এ রেলবন্দর দিয়ে যাত্রী ও মালামাল পরিবহন করে তিন কোটি ৫৪ লাখ হাজার টাকা আয় করেছে বন্দর কর্তৃপক্ষ।

এদিকে, আমদানীকারকরা এ রেল বন্দরের দ্রুত অবকাঠামোগত উন্নয়ন দাবি করেছেন। এছাড়া এলাকাবাসী মালামাল পরিবহনের পাশাপাশি ভারত ও নেপালের সঙ্গে যাত্রীবাহী ট্রেনও চালু করার দাবি জানিয়েছেন।