দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরে বিজিবির অভিযান চালিয়ে ৪৪৮ বোতল ফেন্সিডিল ও দুটি মোটরসাইকেলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে। বিজিবি বিশেষ ক্ষমতা আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
দিনাজপুর বিজিবি সেক্টর সূত্রে জানা যায়, শনিবার ভোরে দিনাজপুরের বিরামপুর রেল ঘুন্টি নামকস্থানে ফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে দুটি মোটরসাইকেলসহ দুজনকে আটক করে। আটক দইজন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বানাইল গ্রামের হাকিম উদ্দিনের পুত্র আসাদ (৩২) ও একই উপজেলার সানজা গ্রামের খোকা মিয়ার পুত্র মইনুল (৩৫) কে বিরামপুর থানায় সোপর্দ করে বিজিবির পক্ষ থেকে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।