নালিতাবাড়ীর মোটরসাইকেল চালক জাহিদ সাতদিন ধরে নিখোঁজ

Jahidul-p
নিখোঁজ মোটর সাইকেল চালক জাহিদ

নালিতাবাড়ী থেকে এম. সুরুজ্জামান: শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার সাতদিন পরেও সন্ধান মেলেনি মোটরসাইকেল চালক জাহিদুল ইসলামের (৩০)। জাহিদুল উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মানিককুড়া গ্রামের ইছুব আলীর ছেলে। জাহিদ মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী আনা-নেওয়া করতেন।

পারিবারিক সুত্র জানায়, ১১ জানুয়ারি রোববার থেকে তিনি নিখোঁজ রয়েছেন। বর্তমানে কোথাও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজের সাতদিন পেরিয়ে যাওয়ার পর অনেকটা আশাহত হয়ে পড়েছেন তার পরিবারের লোকজন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আমিনুল হক জানান, ঘটনাটি আমরা অবগত আছি। জাহিদুলের মোবাইল ফোন নম্বর ট্র্যাকিং করে তাকে খোঁজার চেষ্টা চালানো হচ্ছে এবং থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নং ৩৯৭।