বাগেরহাট থেকে বাবুল সরদার: অপরাধীদের পুলিশে সোর্পাদ করুন। নাশকতামুলক কর্মকাণ্ড বন্ধ করতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন।
রোব্বার বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্লা ফকিরহাটের লখপুর ইউনিয়ন পরিষদে আয়োজিত আইন শূংখলা বিষয়ক উন্মুক্ত এক আলোচনা সভায় এ আহবান জানান।
ইউপি চেয়ারম্যান এসএম আবুল হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান ও কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মান্নান ফারাজী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশসহ প্রমুখ। এসময় শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, ব্যাবসায়ী, সমাজসেবকসহ সুশিল সমাজের বিভিন্ন নের্তৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।