বরিশাল থেকে এম. মিরাজ হোসাইন: বরিশালের উজিরপুরে পেট্রোলবোমায় আগুনে পুড়ে ট্রাকের হেলপার মো. সোহাগ (১৮) মারা যাওয়ার ঘটনায় বিএনপি ও যুবদলের চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
রবিবার বেলা ৩টায় এদের আটক করা হয়। আটককৃতরা হলেন: উজিরপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান, উপজেলা যুবদল সভাপতি শফিকুল ইসলাম শাহিন, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রাঢ়ী এবং শানুহার এলাকার বিএনপি কর্মী সেলিম সিকদার।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মো. নূরুল ইসলাম জানান, থানার উপ-পরিদর্শক মো. শহীদুর রহমান বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইলে হরতাল সমর্থকরা রোববার ভোরে পেট্রোলবোমা ছুড়ে মারলে ট্রাকে আগুন ধরে যায়। এসময় আগুনে পুড়ে ট্রাকের হেলপার সোহাগ মারা যান।