শেরপুর থেকে প্রতিনিধি: শেরপুরে একটি নুরানী মহিলা ও একটি হাফেজিয়া মাদরাসার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শেরপুর শহরের উত্তর গৌরীপুর (খোয়ারপাড়) মহল্লায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান।
সমাজসেবক আলহাজ্ব নুর মোহাম্মদের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আধার, পৌরসভার কাউন্সিলর আব্দুল কুদ্দুস, মুক্তিযোদ্ধা আলী ইমাম, এমদাদুল হক মাস্টার, আলহাজ্ব মো. নাজিমুদ্দিন, হাসানুর রহমান আলাল, মুফতি রফিকুল ইসলাম, মাও. হাবিবুল্লাহ, হাফেজ মো. আব্দুর রাজ্জাক, মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মোস্তফা কামাল কাশেমীসহ প্রমুখ।